ফাহিম শাহরিয়ার কৌশিক ॥
চাঁদপুর শহরে শহীদ মুক্তিযুদ্ধা সড়কে মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুফের মাজে সংর্ঘষের ঘটনায় ৩ জন আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধা ৭টায় হাজি মহসিন রোড়স্থ শেখ জামাল ক্লাবের পাশে চায়ের দোকানে শহড় ছাত্রলীগ নেতা জিহান পাটোয়ারী ও পারবেছকে একা পেয়ে সান্ত্রাসীরা দেশিয় আস্ত্র দিয়ে কপিয়ে জখম করে। এসময় তারা শেখ জামাল ক্লাবের ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর করে। আহত আবস্থায় স্থানিয়রা জিসান ও আহত পারবেছকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এঘটনায় এলাকা জুরে ব্যাপক উত্তেজনা বিরাজ করতে দেখা যায়। ঘটনার বিবরন ও আহতরা জানায়, সন্ধা ৬টায় নাজির পাড়া আলমগির খানের সরকারী কলেজের ছাত্র হাবিবুর রহমান পাপ্পু (১৭) শহরের লেকের পাড় দিয়ে যাওয়ার পথে গুয়াখোলা এলাকার রাব্বি, উকিল পাড়ার আশিক, রান সাইফুলসহ বেশ কয়েকন তার পথ গতিরোধ করে মোবাইফোনটি ছিনিয়ে নেয় এবং তাকে বেদম মারধর করে। ঘটনাটি আহত হাবিবুর শহর ছাত্রলীগ নেতা জিহানকে জানালে সে হামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে। পরে জিহান ও ছৈয়াল বাড়ি রোড়ের মোহাম্মদ আলীর পুত্র পারবেছ শেখ জামাল ক্লাবের পাশের একটি দোকানে চা খেতে বসলে পতিপক্ষরা তার আর্তকিত হামলা চালিয়ে আহত করে। সন্ত্রাসী শুদু তাতেই ক্ষ্যান্ত হয়নি এসময় তারা শেখ জামাল ক্লাবে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।