ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভিড়ানো যাত্রীবাহী লঞ্চ থেকে প্রেমেরটানে প্রেমিক যুগল উধাও হয়ে গেছে। গত রোববার রাত ১২টায় তারা পালিয়ে যাওয়ার পর শহরের ছায়াবানীর মোড়ে আটকের পর সংঘর্ষের বাঁধে। ঘটনাস্থলে থাকা চাঁদপুর ৩ অঞ্চলের টহলরত কমিউনিটি পুলিশ প্রেমিক যুগল ফয়সাল (২৪) ও কনিকা ইসলাম (১৭)কে আটক করে নতুন বাজার ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে।
ঘটনার বিবরণে জানা যায়, পটুয়াখালী জেলার ফিরোজপুর মঠ বাড়িয়া এলাকার খলিলুর রহমানের ছেলে রাফাত আল ফয়সাল (২৪) ঢাকা কলেজে পড়ালেখা করার সুবাধে স্বপরিবারে তার ফতুল্লা নারায়ণগঞ্জে থাকতো। ফয়সাল পড়াশোনার পাশাপাশি ঢাকায় একটি কোচিং সেন্টারে প্রশিক্ষণ দিতো। অপরদিকে পটুয়াখালির ফ্রান্স প্রবাসী নজরুল ইসলামের মেয়ে কনিকা ইসলাম মতিঝিল মডেল কলেজে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি হওয়ার পর মা ও বড় বোনসহ ঢাকা দক্ষিণ ধনিয়া পাটেরবাগ কদমতলী এলাকায় ভাড়াটিয়া বাসায় থাকেন। কনিকা ইসলাম এসএসসি পরীক্ষা দেয়ার ২ মাস পূর্ব থেকে ফয়সাল তাকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াতো। সেখান থেকে মন দেয়া নেয়ার এক পর্যায়ে কাউকে না বলে গত ১৩ই জানুয়ারি সিদ্ধিরগঞ্জের কাজী অফিসে ২০ লক্ষ টাকার কাবিনে বিয়ে করে। দীর্ঘদিন পলাতক থাকার পর মেয়ের পরিবার ছেলেকে বুঝিয়ে কনিকা ইসলামকে কৌশলে তাদের বাড়িতে নিয়ে আসে। কনিকার মা ও মামা গিয়াস মৃধা ঈদ করার নামে স্বপরিবারে ঢাকা থেকে রোববার রাতে জাহিদ-৪ লঞ্চযোগে পটুয়াখালী রওনা হয়। কনিকা ঘটনা বুঝতে পেরে মোবাইলে তার প্রেমিক স্বামী ফয়সালকে ফোন করে বলে। ফয়সাল খবর পেয়ে তার স্ত্রী কনিকাকে নেওয়ার জন্য জাহিদ লঞ্চে উঠে পরে। লঞ্চ চাঁদপুর ঘাটে পৌছার পর ফয়সাল তার স্ত্রী কনিকাকে নিয়ে লঞ্চ থেকে নেমে পালিয়ে যায়। মেয়েকে না পেয়ে কনিকার মা ও মামা লঞ্চ থেকে নেমে সিএনজি নিয়ে তাদের খুজতে থাকে। পরে ছায়াবানি এলাকায় এসে তাদের পেয়ে ফয়সালকে মারধর করে কনিকাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধস্তাধস্তি দেখে কমিউনিটি পুলিশ তাদের আটক করে অঞ্চল-৩ অফিসে নিয়ে আসে। খবর পেয়ে নতুন বাজার ফাঁড়ির এটিএসআই সুদর্শন তাদের সেখান থেকে ফাঁড়িতে নিয়ে আসে। অবশেষে ফাঁড়ির ইনচার্জ আব্দুল মান্নান ছেলের বাবা ও মেয়ের মা নিয়ে শালিশি বৈঠকে বসে। পরে উপস্থিত সবার মতামতে ছেলে ও মেয়েকে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।