মোঃ মাঈনুদ্দিন ভূঁইয়া রনি :মুক্ত আকাশ, মুক্ত মন বলে একটা কথা। আমার মনে হয় যারা আজ শাহবাগে আন্দোলন করেন তাদের সবার মুক্ত আকাশ, মুক্ত মন। তাই আমরা যারা তরুণ সমাজ, আমরা চাই বাংলার জমিনে কোন রাজাকার স্বাধীন ভাবে চলাফেরা না করতে পারে। আজ শাহবাগ তরুণ প্রজন্ম চত্বর থেকে যে স্লোগান সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তাহা আর কোন মানুষ থামাতে পারবে না । তরুণ সমাজ নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষ এক দাবি রাজাকার দের ফাঁসি চাই । কিন্ত তাহা হতে হবে সব দলের সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের। শুধু জামাতকে রাজাকার বলে হবে না, আওয়ামিলীগ, বি এন পি, জাতিয় পাটি সহ আরও যত দল আছে সব দল থেকে রাজাকারদের চিহ্নত করে, তাদের সবাই কে ফাঁসি দিতে হবে, তা তরুন সমাজ ছাড়া আর কেও পারবে বলে মনে হয় না। সাংবাদিক সমাজ বাংলাদেশের কোন দলের না, তাই তরুণ সমাজের প্রতি আমার একটি আহবান সাগর-রুনি সহ বাংলাদেশের যত সাংবাদিক এন্তেকাল কেরেছেন এবং তাদের কে যারা খুন করেছে তাদের ফাঁসির দাবিতে একটা স্লোগান দেন, তাতে করে বাঙ্গালী জাতি তথা সাংবাদিক সমাজ শান্তি পাবে। ফেব্রুয়ারী মাস বাঙ্গালী জাতির জন্য একটি মহান মাস, তাই আমরা সবাই চাই এ মাসে সকল রাজাকার দের ফাঁসি দেয়া হোক।
তাই বলতে চাই এই সমাজ কে সুন্দর করে পরিচালনা করার জন্য চাই সুন্দর আর সাহসী কিছু মানুষ। বাংলাদেশে ১৬ কোটি মানুষ কিন্তু আমি দেখি যে শাহবাগে ১লাখ মানুষ এর মত, তাই সকল শ্রেণীর মানুষকে এক সাথে মিলে আন্দোলন করার জন্য অনুরোধ করা হল। রাজাকার কোন দলের হতে পারেনা, রাজাকারের পরিচয় শুধুই রাজাকার।