চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি সীমান্তবর্তী লাওকোরা-মুড়াগাঁও সড়কের গর্তে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। নিহত চালক কচুয়া উপজেলার আমুজান গ্রামের আলী আশ্ররাফ (৫৫)।
আজ শনিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রাম থেকে বাড়ী ফেরার পথে এই মর্মান্তিক সড়ক দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সাহিদুল ইসলাম সাগর বলেন,‘ বাবা ছেলে একসাথে যাচ্ছিল। ল্ওাকোরা- মুড়াগাঁও রাস্তাটি খানাখন্দে ভরা। ঘটনাস্থলেই ট্রাক্টর চাপায় চালক মারা যায়। আর ছেলে আহত হয়।’
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক মামুন ঘটনা নিশ্চিত করেছেন।