ব্যক্তি কাঠামো ঠিক থাকলে সমাজ ও দেশের কাঠামো দ্রুত ঠিক হয়ে যাবে। একটি বাড়ির অবকাঠামো ঠিক হলে যেমনি ঐ বাড়িটি দীর্ঘ স্থায়ীত্ব লাভ করে, তেমনি ব্যক্তি কাঠামো ঠিক হলে দেশের কাঠামো ঠিক হয়ে যাবে এটাই সত্য। কোনো পিতা তার সন্তানকে মানুষ করার সময় তার অবকাঠামো ঠিক করে মানুষ করলে ঐ সন্তানের ভবিষ্যতের অবকাঠামো এমনিতেই ভালো হয়ে যাবে। গত শনিবার রোটারী ক্লাব অব হাজীগঞ্জ-এর নবম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রসাশক মোঃ ইসমাইল হোসেন।
রোটারিয়ান আলহাজ্ব ইমাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী আরআই ডিস্ট্রিক- ৩২৮২-এর সেক্রেটারী আবু আজমল পাঠান, রোটাঃ আঃ রহমান, রোটাঃ ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, রোটাঃ প্রকৌশলী দেলোয়ার হোসেন, রোটাঃ কাজী শাহাদাত, রোটাঃ অধ্যাপক আঃ রশিদ মজুমদার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা, রোটাঃ অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটোয়ারী, রোটাঃ আবদুল মান্নান, রোটাঃ আলহাজ্ব মোঃ সেলিম মিয়া।
২০১৩-২০১৪ বর্ষে রোটারী ক্লাব অব হাজীগঞ্জের প্রেসিডেন্ট আলী আশরাফ দুলাল ও সেক্রেটারী মুশিউর রহমান মশু পাটোয়ারী মনোনীত হন। ২০১২-২০১৩ সালের রোটারী প্রেসিডেন্ট হাসান আল মানসুরের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে ২০১২-২০১৩ সালের রোটারীর বার্ষিক প্রতিবেদন পেশ করেন রোটাঃ আজাদ রহমান মাসুদ। নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান আলী আশরাফ দুলালকে রোটারী কলার পরিয়ে দেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট।
অভিষেক অনুষ্ঠান উদযাপনব কমিটির চেয়ারম্যান রোটাঃ মানিক রায়ের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রোটাঃ আমির হোসেন পাটোয়ারী, রোটাঃ বিএম আহসান কলিম, রোটাঃ সঞ্জিব সাহা, রুহি দাস বণিক, রোটাঃ আহসান হাবীব অরুণ, রোটাঃ কাজী নুরুর রহমান বেলাল, রোটাঃ যুগল কৃষ্ণ হালদার, রোটাঃ গৌতম সাহা, রোটাঃ জাফর আহমেদ, রোটাঃ শেখ তোফায়েল আহমেদ, রোটাঃ ওমর ফারুক, রোটাঃ দেলোয়ার হোসেন মুন্সী, রোটাঃ আঃ হাই, রোটাঃ মামুনুর রহমান মজুমদারসহ উক্ত ক্লাবের সকল রোটারিয়ান।