মিজান লিটন
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) পবিত্র হজ্ব, তাবলীগ, আযান ও কোরআন তেলাওয়াত সম্পর্কে কটুক্তিকারী মুরতাদ লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের শপথ চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা নুরুল আমিন।
চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি গাজী মুহাম্মদ হানিফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, শহর শাখার সভাপতি ইয়াসিন রাশেদ সানী, সদর উপজেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা বেলাল হোসাইন, হাজীগঞ্জ উপজেলা সেক্রেটারী হাফেজ শাহাদাত হোসাইন, মতলব দক্ষিণের সভাপতি মাওলানা আনসার আহম্মেদ, মতলব উত্তর সভাপতি আতাউল্লা মুহসিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি শাহজামাল গাজী সোহাগ, ছাত্রনেতা ফখরুল ইসলাম, আরিফুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, লতিফ সিদ্দিকীর ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ত্যাগ করবো না। আমরা মুসলমান পরিচয়ে বাঁচতে চাই। আমরা ঈমান নিয়ে মরতে চাই তবে রাসূল (সঃ) ও হজ্ব নিয়ে কটুক্তিকারী লতিফ সিদ্দিকীর ফাঁসি ও ধর্ম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তির আইন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। বক্তারা আরো বলেন, সরকার মুসলমানদের প্রাণের দাবি লতিফ সিদ্দিকীকে বাঁচাতে নানা ফন্দি করছে। সরকার এ সকল টালবাহানা করে মুসলমানদের ঈমানী আন্দোলন থামাতে পারবে না। সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-এমপিদের ধর্মদ্রোহিতা আজ মহামারি আকারে প্রকাশ পাচ্ছে। বিনা ভোটে ক্ষমতায় গিয়ে বেসামাল হয়ে সরকার যদি ঈমানদারদের ভাষা বুঝতে ব্যর্থ হয় তবে মুসলমানরা পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে দাবি আদায়ে গণ আন্দোলনে নামতে বাধ্য হবে।
সভা শেষে চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শপথ চত্বর এলাকা থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ড এলাকায় মোনাজাতের মাধ্যমে শেষ হয়।