সামাজিক যোগাযোগমাধ্যমের শিকার এবার মহেশ ভাটকন্যা আলিয়া। কফি উইথ করণের অনুষ্ঠানে যখন থেকে মুখ দেখিয়েছেন সেদিন থেকে তরুণদের হিট লিস্টে আলিযা ভাট। সকলেই মনে করছেন আলিয়ার নাকি ‘সেন্স অফ হিউমার’ একেবারই নেই। ফেসবুকে তাই তাকে নিয়েই তৈরি হয়েছে একের পর এক ফটোকমেন্ট। বাদ যায়নি ট্যুইটারও।
এর আগেও আলোক নাথ, নীল নীতিন মুকেশ, ইয়ামি গৌতম, টাইগার শ্রফের মতো স্টারদের নিয়েই জোকস চলেছে। তবে আলিয়ার ক্ষেত্রে যেন একটু বেশি বাড়াবাড়ি। আলিয়ার জোকস নিয়ে ফেসবুকে বেশ কয়েকটি পেজও তৈরি হয়ে গেছে, তার তাতে সহস্রাধিক লাইক পড়ছে।
চাঁদপুর নিউজ সংবাদ