স্টাফ রিপোটার ॥
চাঁদপুর শহরের তালতলা এলাকায় শাহ মঞ্জিলে দিনে দুপুরে চুরি হয়েছে ।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১ টায় ।চোরের দল এসময় বসতঘর থেকে নগদ ২ লক্ষাধিক টাকা ও স্বর্নলংন্কার নিয়েছে বলে জানা গেছে ।খবর পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন ।চুরির ঘটনার সাথে জড়িত ওই বাড়ির ভাড়াটিয়া সোহেল (২৫) কে আটক করেছে পুলিশ ।
জানা যায়, ব্যবসায়ী শাহ মোহাম্মদ আলমগীরের পরিবারের সদস্যরা ঢাকাতে বেড়াতে গিয়েছেন । দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে পীর মহসিন উচ্চ বিদ্যালয়ে অতিথি হিসেবে যান । অনুষ্ঠান শেষে এসে তিনি তার দোতলার রুমে প্রবেশ করে দেখতে পান তার দরজার তালা ভাঙ্গা । ভেতরে প্রবেশ করে দেখতে পান তার রুমের ভেতরের ষ্ট্রীল আলমারি ও ওয়ারড্রপ খোলা । সাথে সাথে তিনি পুলিশকে ঘটনাটি জানান ।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদের সাথে আলাপকালে তিনি জানান,আমরা যাকে আটক করেছি সে ওই বাড়ির ৫তলার ভাড়াটিয়া।আটক সোহেল বিরুদ্ধে মাদক মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে । সে ছাড়া কেউ এই ঘটনাটি ঘটাতে পারেনা । সে একজন মাদক সেবী ।