ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর শহরের লাইসেন্সবিহীন ও চোরাই সিএনজি স্কুটার এবং অটোরিক্সার ওপর ভ্রাম্যমান অভিযান চালানো হয়।
গতকাল ২০ এপ্রিল রোববার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত শহরের ষোলঘর সার্কিট হাউজের সামনে এ অভিযান চালানো হয়। জানা যায়, যানজট নিরসন ও চুরি এবং ছিনতাই হওয়া সিএনজি স্কুটার, অটোরিক্সা নির্ণয় করা ও লাইসেন্স না থাকার কারণে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এসময় অর্ধশতাধিক সিএনজি স্কুটার ও অটোরিক্সা লাইসেন্স না থাকায় তাদের কাছ থেকে জরিমান আদায় করে।
সম্প্রতি মলমপার্টির সদস্যরা বিভিন্ন জায়গা থেকে চালকদের অচেতন করে সিএনজি স্কুটার ছিনতাই করে নিয়ে যাচ্ছে। চাঁদপুর মডেল থানা পুলিশ বেশ কয়েকটি সিএনজি স্কুটার উদ্ধার করতে সক্ষম হলেও প্রকৃত অপরাধী ধরতে সক্ষম হয়নি। ভ্রাম্যমান আদালতের অভিযানে চোরাই সিএনজি স্কুটার আটক ও লাইসেন্স এবং ফিটনেস না থাকার কারণে জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। শহরে যানজট নিরসনের লক্ষে ওয়্যারলেছ থেকে নতুন বাজার ব্রিজ পর্যন্ত সম্পূর্ণরূপে অটোরিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেশ কয়েকটি অটোরিক্সা আটকের পর তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায়, সিএনজি অটোরিক্সার উপর ভ্রাম্যমান আদালতের অভিযান সর্বদা অব্যাহত থাকবে। যেসব সিএনজি স্কুটারের লাইসেন্স ও নবায়ন নেই তাদেরকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।