স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার আয়োজনে শিক্ষার মানউন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬আগস্ট (সোমবার) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি তার বক্তব্যে বলেন, এ মাদরাসা শতবছরের একটি ঐতিহ্যবাহী মাদরাসা। সারা দেশব্যাপী এ মাদ্রাসার একটি সুনাম ও খ্যাতি রয়েছে । এখানে শিক্ষার মান অনেক ভালো। ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার জন্য শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে। শিক্ষার মানউন্নয়নের জন্য মাদরাসায় আগমন ও প্রস্থান সঠিকভাবে করতে হবে। এ মাদরাসার শিক্ষকরা অনেক দক্ষ ও মেধাবী। আপনার আপনাদের মেধাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দানে ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন,শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সহযোগিতায় শাহতলী কামিল মাদ্রাসায় দীর্ঘকাল পর একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন হতে যাচ্ছে । এ জন্য শিক্ষামন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্বতা । এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, মাদরাসার ১ম মুহাদ্দেস মাওলানা ইয়াছিন মিয়া, ২য় মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন, মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসাইন, সহকারি অধ্যাপক কামাল উদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা হাফেজ জহিরুল হক, সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মো: রুস্তম খান, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যা, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, আরবী প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক এ.এন.এম হেলাল উদ্দিন, সহকারি শিক্ষক আহসান হাবীব, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, কম্পিউটার শিক্ষক মাওলানা আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মোস্তফা খান, হাফেজ মো: জাহাঙ্গীর হোসেন, হিসাব রক্ষক শরীফুর রহমান খানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন. শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন্ তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।