চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের সকল মসজিদ, মাদ্রাসা, পাঞ্জাখানা ইমাম ও মোয়াজ্জেমের সাথে কোভিড -১৯ ( করোনা) সচেতনার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হররুমে ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে ইউপি সচিব ফজলুল হক গাজীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপি সদস্য নাজির হোসেন, সফিক কারী, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী, আবু সাঈদ হাওলাদার, কাজী কামাল, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান, মসজিদের ইমামদের মধ্য বক্তব্য রাখেন মাওলানা কাউছার আহমেদ, মাওলানা আব্দুল বারী পাটওয়ারী, মাওলানা নেছার উদ্দিন, হ্ফেজ মাওলানা আবুল বাশার খান প্রমুখ।
এ সময় ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, মসজিদে রাজনীতিক কথা বলা থেকে বিরত থাকতে হবে, মসজিদের ইমামদের সবাই সম্মান করে, সালাম দেয়, এ জন্য সবাই রাষ্ট্রের স্বার্থে কথা বলতে হবে।
সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি, আসন্ন রমজানে সকল প্রকার চায়ের দোকান বন্ধ রাখা হবে। যারা চায়ের খাবারের দোকান খোলা রাখবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন কোভিড-১৯ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে, মসজিদের খোতবায় পূর্বে করোনা সচেতনতার জন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলতে হবে।
এ সময় মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা ইউসুফ, জিহাদুল ইসলাম, মোঃ কুদ্দুছ, বিল্লাল হোসেন, আজাদ হোসাইন, মোঃ আঃ রাজ্জাক, আবুল হাফিজ, আঃ হালিম, তাজুল ইসলাম, ইব্রাহীম খলিল, মোঃ আবুল কালাম,মোহাম্মদ মামুনুর রশিদ, মাওঃ শফিক বিন ওচমান, মোঃ আল আমিন, ওচমান গনিসহ ইউনিয়নের প্রতিটি মসজিদের ইমাম ও মোয়াজ্জমগন উপস্থিত ছিলেন
চাঁদপুরনিউজ/এমএমএ/