পরীক্ষার্থীকে কেন্দ্র সম্মূখে থেকে ধরে নেওয়ার প্রতিবাদে
শাহরাস্তিতে এসআই কামাল উদ্দীনের শাস্তির দাবিতে মানববন্ধন
শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তি উপজেলার দেবকরা মারগুবা ড.শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র সাগর ইসলামকে এসআই কামাল উদ্দীন কর্তৃক পরীক্ষা অংশ গ্রহণ করতে না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২ টায় দেবকরা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন দেবকরা মারগুবা ড.শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার, সহ প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক অমূল্য চন্দ্র পাল, মোঃ আজমুল হক, ফারহানা ফারভিন, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত দেবকরা ভূঁইয়া বাড়ির মোস্তফা কামাল ভূঁইয়া ও নুরুল হক ভূঁইয়া পরিবারের মধ্যে গত ১ ফেব্রুয়ারী মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় নুরুল হক ভূঁইয়া বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মোস্তফা কামাল ভূঁইয়া সহ ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার নং-০১, তাং-০১/০২/১৭ইং। মামলার আতংকে পরীক্ষার্থী সাগর ইসলাম সহ বেশ কয়েকজন বাড়ি থেকে অন্যত্র সরে পড়ে। পরদিন বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে আসলে মেহের কালীবাড়ি মসজিদ মোড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসলে তার পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে গত ৩ ফেব্রুয়ারী বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।