মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তিতে এবারের এসএসসি পরীক্ষায় ৩২ টি উচ্চ বিদ্যালয় থেকে ২ হাজার ৮ শত ৯৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১ হাজার ৬ শত ৭৫ জন, অকৃতকার্য হয়েছে ১ হাজার ২শত ১৯ জন শিক্ষার্থী। পাশের হার ৫৭.৮৮ ভাগ, কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাস করেনি।
নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৮৮ জন পরিক্ষা দিয়ে ৬৫ জন উত্তির্ণ হয়েছে। পাশের হার ৭৩.৮৬ ভাগ । মেহের উচ্চ বিদ্যালয় হতে ৮৭ জন পরিক্ষা দিয়ে ৪৯ জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৫৬.৩২ ভাগ। টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় ১১২ জন পরিক্ষা দিয়ে ৫৯ জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৫২.৬৭ । নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় হতে ৪৫ জন পরিক্ষা দিয়ে ১৫ জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৩৩.৩৩। বেরনাইয়া উচ্চ বিদ্যালয় হতে ১৩২ জনে ৬১ জন, পাশের হার ৪৬.২১। সুয়াপাড়া জি.কে উচ্চ বিদ্যালয় হতে ১১৩ জনে ৬৮ জন পাশ করেছে, পাশের হার ৬০.১৮। উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয় থেকে ৯০ জনে ৬৮ জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৭৫.৫৬। ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ৬৩ জনে ৩২ জন কৃতকায হয়েছে, পাসের হার ৫০.৭৯। খিলাবাজার স্কুল থেকে ১১৫ জনে ৬৫ জন কৃতকার্য হয়েছে, পাসের হার ৫৬.৫২। শাহরাস্তি বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে ১২৩ জনে ৯১ জন কৃঁতকার্য হয়েছে, পাসের হার ৭৩.৩৯। বানিয়াচৌঁ জেবি উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জনে ৩৬ জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৪৮.০৫ ভাগ। উনকিলা উচ্চ বিদ্যালয় থেকে ১২৪ জনে ১০৫ জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৮৪.৬৮ ভাগ। বিজয়পুর উচ্চ বিদ্যালয় থেকে ৯২ জনে ৪৪ জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৪৮ ভাগ। চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় থেকে ১৪৪ জনে ৮৪ কৃতকার্য হয়েছে, পাশের হার ৫৮.৩৩ ভাগ। দক্ষিণ সূচীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ১০০জনে ৬৫জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৬৫ ভাগ। সূচীপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ১৮৬জনে ৯০জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৪৮.৩৮ ভাগ। চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় থেকে ১০৪জনে ৬০জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৫৭.৭০ভাগ। ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৫৯জনে ২৯জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৪৯.১৫ভাগ। ইছাপুরা উচ্চ বিদ্যালয় থেকে ৬৮জনে ৪২জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৬১.০৭ভাগ। বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয় থেকে ১০৬জনে ৫৩জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৪৯.৫৭ভাগ। হোসেনপুর বালিকা বিদ্যালয় থেকে ১২জনে ০২জন কৃতকার্য হয়েছে, পাশের হার ১৬.৬৭ভাগ। উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০৬জনে ১৪৫জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৭০.৩৯ভাগ। জনতা উচ্চ বিদ্যালয় থেকে ৮৬ জনে ৩১জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৩৬.৫০ভাগ। বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয় থেকে ৩৮জনে ১৮জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৪৭.৬৩ভাগ। পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে ১০১জনে ৬০জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৬১.৩৯ভাগ। দেবকরা মারগুবা ড. শহীদুল্যাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ৭৩জনে ৪৫জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৬১.৫০ভাগ। ফটিকখিরা এস এ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৯জনে ২০জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৬৯.৯৭ভাগ। শাহরাস্তি মডেল স্কুল থেকে ৩৪জনে ৩১জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৯১.১৮ভাগ। পঞ্চনগর উচ্চ বিদ্যালয় থেকে ৯০জনে ৪৬জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৫১.১১ভাগ। মনিরা আজিম একাডেমি থেকে ৩৬জনে ২২জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৬১.১১ভাগ। খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১১২জনে ৬০জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৫৩.৫৭ভাগ। রাগৈ উচ্চ বিদ্যালয় থেকে ১৩২জনে ৬৮জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৫১.৫১ভাগ।
এদিকে ২৫জন জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৬জন, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৪জন, শাহরাস্তি বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে ৩জন, সূয়াপাড়া জি.কে উচ্চ বিদ্যালয় থেকে ৩জন, ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ২জন, ঊনকিলা উচ্চ বিদ্যালয় থেকে ২জন, সূচীপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ১জন, বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয় থেকে ১জন, রাগৈ উচ্চ বিদ্যালয় থেকে ১জন, বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয় থেকে ১জন ও খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১জন।
অপরদিকে উপজেলায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৫৬জন পরীক্ষার্থীর মধ্যে ৫০জন কৃতকার্য হয়েছে, অকৃতকার্য হয়েছে ৬জন। পাশের হার ৮৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫জন, এ পেয়েছে ৪৫জন।