মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মরহুম হাজী ইদ্রিস মিয়া ও আলী আকবর স্মৃতি অনুপ্রেরনামূলক আয়োজনে এ বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবুল বাশারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা ফারহানা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট ইলিয়াছ মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম খোকন, শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও কালীবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমরান হোসেন, দেবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইভা রানী দে। এছাড়া উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।