প্রতিনিধি
শাহরাস্তিতে স্বামীর ২য় বিবাহের কারণে গৃহবঁধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করে।
নিহত গৃহবঁধূর পরিবার ও থানা সূত্রে জানা যায়, উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের গোলাম মোস্তফার পুত্র সৌদি প্রবাসী মোঃ হানিফের স্ত্রী সুরাইয়া বেগমের (২৮) লাশ গত মঙ্গলবার রাত সাড়ে ৩টায় তার বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ ১ যুগ পূর্বে টামটা উত্তর ইউনিয়নের রাজাপুরা গ্রামের আব্দুল হকের কন্যা সুরাইয়া আক্তারের সাথে টামটা দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের গোলাম মোস্তফার পুত্র মোঃ হানিফের পারিবারিকভাবে বিবাহ হয়।
বিবাহের পর হতেই স্বামী-স্ত্রী’র মাঝে পারিবারিক কলহের জের চলে আসছিল। বেশ কয়েক মাস পূর্বে মোঃ হানিফ প্রবাস থেকে ফিরে এসে ১ম স্ত্রী সুরাইয়া আক্তারের অজান্তে কৃষ্ণপুর গ্রামে তার মামা আনোয়ার হোসেনের কন্যা স্বপ্না আক্তারকে (১৫) ২য় বিবাহ করে। ২য় বিয়ের পর থেকেই ১ম স্ত্রী সুরাইয়া বেগমকে মারধর, অকথ্য ভাষায় গালমন্দ ও শারীরিক নির্যাতন চালাতে থাকে। কয়েক দিন পূর্বে মোঃ হানিফ পুনঃরায় বিদেশ চলে যায়। হানিফ প্রবাসে চলে যাওয়ার পর থেকে ১ম স্ত্রী সুরাইয়া বেগমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখে ও সংসারে টাকা পয়সা দেয়া বন্ধ করে দেয়। এতে সুরাইয়া বেগম টাকা পঁয়সার অভাবে খাওয়া-দাওয়ায় কষ্ট ভোগ করে সে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কয়েক দিন পূর্বে সুরাইয়া বেগম তার স্বামীর ২য় বিবাহের খবর জানতে পারে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৩টায় তার বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো ঝুঁলন্ত অবস্থায় সুরাইয়া বেগমের লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল মান্নান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে গৃহবঁধূ সুরাইয়া বেগমের লাশ উদ্ধার করে। গত বুধবার সকালে ময়না তদন্তের জন্য পুলিশ তার লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করে।
মৃত্যুর পূর্বে সুরাইয়া আক্তার তার স্বামী হানিফকে এ মৃত্যুর জন্য দায়ী করে কাগজে লেখা চিরকুট রেখে যায়। থানা পুলিশ সুরাইয়া বেগমের ব্যবহৃত মোবাইল ফোন সেট ও লিখে যাওয়া চিরকুটটি উদ্ধার করেছে।
স্থানীয় এলাকাবাসী ও বাড়ীর লোকজন জানান, “গৃহবঁধূ সুরাইয়া বেগমকে হত্যা করা হয়েছে, নাকি সে আত্মহত্যা করেছে”, বিষয়টি রহস্যজনক। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসী মৃত্যুর রহস্য নিয়ে বিভিন্ন ধরণের কানাঘুষা করতে দেখা গেছে।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।