শাহরাস্তিতে রাস্তিশাহ বোগদাদী (রঃ)-এর ওরস মাহফিলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় শাহরাস্তি থানার এক এএসআই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। গতকাল শুক্রবার সকাল ৮টায় শাহরাস্তি মাজার সংলগ্ন রহিমের চা দোকানের সামনে এ মৃত্যুর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে শাহরাস্তি মডেল থানার এএসআই মোঃ রকিবুল ইসলাম (৩৫) ওই মাজারের ওরস মাহফিলে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিলেন। জানা গেছে, রাতের বেলায় তিনি অসুস্থতা বোধ করলেও বাসায় না গিয়ে সকাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরই মধ্যে সকাল ৮টার দিকে স্থানীয় রহিমের চা দোকানে চা খেতে গিয়ে হঠাৎ তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। সাথে সাথে স্থানীয়রা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্মরত চিকিৎসক ডাঃ মুশফিক বিন বাকের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ওই পুলিশ কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন। খবর পাওয়ার সাথে সাথে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও তাঁর সহকর্মীরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন। তখন সহকর্মী অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
রকিবুল ইসলাম বগুড়া জেলার সদর থানার ভা-ার পাইকা উত্তর পাড়ার আবেদ আলীর পুত্র। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী, ২ সন্তান রাফিন (৯) ও রিফাত (৪)সহ অনেক গুণগ্রাহী রেখে যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ সংশ্লিষ্ট থানায় নেয়ার পর চাঁদপুর পুলিশ লাইনে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে তাঁর দেশের বাড়ি বগুড়ায় দাফনের জন্যে পরিবারের নিকট হস্তান্তরের কথা রয়েছে।
উল্লেখ্য, ওই রাতে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাসহ ৮০জন পুলিশ সদস্য ওরসের দায়িত্বে নিয়োজিত ছিলেন।