শাহরাস্তিতে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে বলশীদ এলাকা জুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ ও দু ছাত্রীর পরিবার সূত্র জানায়, গত ২১ সেপ্টেম্বর বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তাদের পরিবারের পক্ষ থেকে গত ৫ অক্টোবর একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর করা হয়। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ে উপস্থিত হয়ে দু ছাত্রীর জবানবন্দি নেন। এ বিষয়ে গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক বসে। বৈঠকে দু ছাত্রীর জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ দোষী সাব্যস্ত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২১ অক্টোবর প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথকে লিখিত সাময়িক বরখাস্তের কপি পেঁৗছানো হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সামিউল মাসুদ জানান, দু ছাত্রীর বক্তব্য ও সাক্ষ্য প্রমাণে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ দোষী প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। উল্লেখিত বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।
তদন্ত কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তদন্তের জন্যে গত ২১ অক্টোবর একটি চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ জানান, দু ছাত্রীর যৌন হয়রানির বিষয়ে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের কপি গত ২১ অক্টোবর আমি হাতে পেয়েছি।