শাহরাস্তিতে ৫ বছরের শিশু মোঃ মোহছেনকে গলা টিপে হত্যা করেছে ১২ বছর বয়সী আরেক শিশু। পুলিশ ঘাতক শিশু মেহেদী হাসানকে আটক করতে সক্ষম হয়েছে। শাহরাস্তি মডেল থানা পুলিশ শিশুটি লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মুক্তার আহম্মেদের শিশু পুত্র মোঃ মোহছেন (৫) গত ৪ এপ্রিল শুক্রবার বেলা ৩টায় তার নিজ বাড়ি থেকে হারিয়ে যায়। শিশুটিকে অনেক খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং ও প্রচার-প্রচারণার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। সেদিন গভীর রাতে স্থানীয় ইউপি সদস্য মহিন উদ্দিন ঘাতক মেহেদী হাসান (১২)কে জিজ্ঞাসাবাদ করলে সে শিশু মোহছেনকে মারধরের কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি মতে রাগৈ বিল খালে পরিত্যক্ত ডোবা থেকে শিশু মোহছেনের লাশ উদ্ধার করা হয়। পরে শাহরাস্তি মডেল থানা পুলিশ খবর পেয়ে শিশুটি লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করে। পুলিশ ঘাতক মেহেদী হাসানকে তার বাড়ি থেকে আটক করে। আর তার সহযোগী রামগঞ্জ আশার গোডা গ্রামের রাসেল (২২) পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘাতক মেহেদী হাসান জানায়, তার ছোট ভাই জাহিদ হাসান ও শিশু মোহছেন একসাথে লোটরা মক্তবে লেখাপড়া করে। ৩-৪ দিন আগে এ দুই শিশু মারামারি করে। এ বিষয়ে ছোট ভাই জাহিদ হাসান তাকে মারধরের কথা জানালে সে (মেহেদী হাসান) ক্ষিপ্ত হয়ে মোহছেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাগৈ বিল খাল এলাকায় রাসেলের সহযোগিতায় গলা টিপে হত্যা করে।