শাহরাস্তি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালীবাড়ি এলাকায় শিবিরের হামলায় মহিনউদ্দিন (২৩) নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা চাঁদপুরনিউজ কে জানায়, কালীবাড়ি এলাকার শাহ মসজিদ থেকে শিবির কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এসময় ওই ছাত্রলীগ কর্মীকে সামনে পেয়ে তারা হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে ছাত্রলীগ কমীরা বিক্ষুব্দ হয়ে একটি মোটরসাইকেল ভাঙচুর ও জামায়াতের প্রতিষ্ঠান শাহরাস্তি মডেল মাদ্রাসায় ভাঙচুর করে।এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শাহরাস্তি থানার তদন্ত কর্মকর্তা দিলদার আজাদ চাঁদপুরনিউজ কে জানান, ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।