শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তিতে সহপাঠি ও তার পরিবারের সদস্যদের উত্যক্তের ঘটনার অপমান সইতে না ফেরে গলায় পাশ দিয়ে আত্মহত্যাকারী আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার মিনু স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকাল ৩ টায় আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে এ শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক ও সাবেক ইউ.পি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন চিতোষী পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুর। এ সময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডা. মোঃ শাহজাহান, মোঃ আবু ইউসুফ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবুল কাশেম, সাফায়েত হোসেন, মিনুর পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মিনুর বড় ভাই মোঃ সোহাগ হোসেন, মিনুর সহপাঠিদের মধ্যে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্রী রোকসানা ইসলাম, আসমা আক্তার। এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন, রেদোয়ান হোসেন, আবুল হোসেন, জান্নাতুল ফেরদাউস, নিলীমা রায় প্রমুখ।
এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্কুল ছাত্রী মিনুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আবুল কালাম।
সভায় বক্তারা স্কুল ছাত্রী মিনুর স্কুল জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। এছাড়াও তার আত্মহ্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।