শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তিতে ৪৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষ্যে “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সমবায় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগ সদস্য হাজী আব্দুল লতিফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, শাহরাস্তি পৌর আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নান বেপারী। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় দপ্তরের পরিদর্শক মোঃ ফারুক হোসেন, অফিস সহকারী মোঃ কবির হোসেন সহ বিভিন্ন সমিতির সমবায়ী, সমবায় উদ্যোক্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম বলেন, আজ ৪৪ তম জাতীয় সমবায় দিবস শাহরাস্তি উপজেলা সহ দেশ ব্যাপী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন হচ্ছে। দারিদ্র দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব অপরিসীম। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় আন্দোলনের মাধ্যমে সমাজ থেকে ক্ষুদ্র দারিদ্র ও বেকারত্ব দূর করে সোঁনার বাংলা গড়তে চেয়েছিলেন। এ লক্ষ্য বাস্তবায়নে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র পূঁজি একত্রিত করে নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ এবং শহরের নি¤œ আয়ের মানুষের কর্মসংস্থান, আয় বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি সহ সার্বিক জীবনমান উন্নয়ন সম্ভব। এলক্ষ্যে সরকারের সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী “একটি বাড়ী, একটি খামার” সমবায় আশ্রয়ণ প্রকল্প, সমবায় বাজার সহ নানা কর্মসূচী বাস্তবায়ন করেছে। উন্নয়নের এ প্রতিধারা চলমান রাখার স্বার্থে এবং রূপকল্প ২০২১ বাস্তবায়নে সমবায় অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে বলে আমি মনে করি।