মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তির ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবকক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ হুমায়ুন কবির মজুমদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহছান উল্যাহ চৌধুরী। বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জণ দাস। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিঃ শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন সহ সকল শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরো অধিক যতœবান ও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের প্রতিদিনের পাঠ্যসূচীর আলোকে পড়া যাচাইসহ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।