শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তির চিতোষী ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ হানিফের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সামিউল মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলেজ পরিচালনা কমিটির সদস্য মোঃ আবুল হোসেন, মোঃ আলী হোসেন সহ কলেজের সকল শিক্ষক, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ব্যাপক আলোচনা করেন এবং শিক্ষকদের প্রতি আহবান জানান – আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখার জন্য। এছাড়াও উপজেলার ৪টি কলেজের মধ্যে চিতোষী ডিগ্রি কলেজ যেন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। এছাড়া তিনি শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত আলোচনায় মিলিত হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং শিক্ষার্থীদের সাথে ক্রীড়া, সাংস্কৃতিক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে ব্যাপক আলোচনা করেন।