প্রাক্তণ প্রধান শিক্ষক রুহুল আমিনের ২য় মৃত্যুবার্ষিকীতে
শাহরাস্তি উপজেলা আওয়ামী তাঁতীলীগের দোয়া ও মিলাদ
মোঃ জামাল হোসেন ঃ
শাহ্রাস্তির চিতোষী পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান, চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক ও চিতোষী ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সাবেক সম্মানিত সদস্য মরহুম রুহুল আমিনের ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শাহরাস্তি উপজেলা আওয়ামী তাঁতীলীগ এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। গতকাল রোববার বাদ আসর চিতোষী বাজার জামে মসজিদের এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, চিতোষী পূর্ব ইউপি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, উপজেলা আওয়ামী তাঁতী লীগের আহবায়ক ইব্রাহিম খলিল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাঈন উদ্দিন মানিক, যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান সেন্টু, মোঃ জামাল হোসেন, মোঃ মজিদুল ইসলাম সবুজ, সাখাওয়াত হোসেন শামীম, সদস্য রাশেদুল ইসলাম ফয়সাল মোল্লা, সুফিয়ান সুমন মোঘল, নোমান মিয়াজী, নুরুজ্জামান সজিব, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন রিপন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি মাওঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল আজিজ মানিক, সাংগঠনিক সম্পাক ফারুকুল আলম মাস্টার, দপ্তর সম্পাদক নূর আলম শিপন, ইউপি ছাত্রলীগ সভাপতি কামাল হোসেন, চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি আমিনুল ইসলাম খোকন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ শেষে প্রাক্তণ প্রধান শিক্ষক মরহুম রুহুল আমিনের আত্মার মাগফিরাত কামনা ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সহধর্মীণি’র রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন, মাওঃ আবদুল আঊয়াল।