মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি উপজেলা আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত কার্যকরী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪টায় শাহরাস্তি প্লাজার ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত কমিটির আহবায়ক আহছান মঞ্জুরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও সিঃ যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক দর্জির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক মোঃ মাহফুজুল কবির সহ কার্যকরী কমিটির সকল সদস্য বৃন্দ। সভায় বক্তারা বলেন আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান। সভায় নব-নির্বাচিত যুবলীগের আহবায়ক আহছান মঞ্জুরুল ইসলাম জুয়েল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন যুবলীগ, সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবলীগ, চিতোষী পূর্ব ইউনিয়ন যুবলীগ ও চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবলীগের কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যক্রমে জরিত থাকায় উক্ত ৪টি ইউনিয়নের আওয়ামী যুবলীগের কমিটির সকল কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।