প্রতিনিধি দেশের বিভিন্ন স্থানে জাতীয় ও স্থানীয় নির্বাচনে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণ ও বিজয়ী হয়ে জনপ্রতিনিধিত্ব করার নজির থাকলেও শাহরাস্তিতে প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনের মাঠে রয়েছেন দুই সাংবাদিক। তারা হলো শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক মাহবুব আলম ও ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মানবাধিকার কর্মী সাংবাদিক মোঃ কামরুজ্জামান সেন্টু। শুক্রবার শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিশাদ পারভিনের কাছ হতে কাউন্সিলর প্রার্থী হিসেবে তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
দু’ সাংবাদিকের মনোনয়ন সংগ্রহের বিষয়টি এলাকার জনমনে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে।স্থানীয় গনমাধ্যমকর্মীরা বিষয়টি স্বাগত জানিয়েছেন।