মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তি পৌরসভা নির্বাচনে আজ বুধবার মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে মেয়র পদে ৫, সংরক্ষিত মহিলা আসনে ১১ ও কাউন্সিলর পদে ৫২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাজী আবদুল লতিফ, বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোঃ মোস্তফা কামাল, মোঃ ফারুক হোসেন মিয়াজী (স্বতন্ত্র), মোঃ তোফায়েল আহম্মেদ ইরান (স্বতন্ত্র), মোঃ আকতার হোসেন চৌধুরী (স্বতন্ত্র)।
সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন – সংরক্ষিত আসন-১ লুৎফুন নাহার, হাসিনা বেগম, সংরক্ষিত আসন-২ সখিনা বেগম, রাবেয়া বসরী বকুল, জেসমিন আক্তার জুঁই, রাজিয়া সুলতানা, নাছরিন আক্তার,সংরক্ষিত আসন-৩ রাবেয়া বেগম, তুহিন আক্তার, সংরক্ষিত আসন-৪ শাহীন আক্তার, মমতাজ বেগম।
কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, ১নং ওয়ার্ড – মোঃ ওহিদুর রহমান, নূর মোহাম্মদ মোল্লা, মোঃ হারিছ মিয়া, মোঃ শামছুল আলম, ২নং ওয়ার্ড থেকে মোঃ বাহার উদ্দিন, গাজী মোঃ ফিরোজ, মোঃ আজাদ হোসেন, ৩নং ওয়ার্ড থেকে মকবুল আহমেদ, মোঃ শাহজাহান, মোঃ মোশারেফ হোসেন, ৪নং ওয়ার্ড থেকে মাহবুব আলম, শাহজালাল, সাহাবুদ্দিন আলম, মহরম আলী, সাফায়েত হোসেন, ৫নং ওয়ার্ড থেকে আবুল কালাম, প্রহল্লাদ চন্দ্র দে, রুস্তম আলী, আবুল খায়ের, ৬নং ওয়ার্ড থেকে কাজী মোঃ আবদুল কুদ্দুছ রানা, মোশারফ হোসেন মিয়াজী, ৭নং ওয়ার্ড থেকে মোঃ কামরুজ্জামান, মনিরুল ইসলাম, মোস্তফা কামাল, আবুল কাশেম, মিজানুর রহমান, প্রবীর চন্দ্র ঘোষ, ৮নং ওয়ার্ড থেকে সফিউল্লাহ মিয়াজী, মিজানুর রহমান, মোশারফ হোসেন, ৯নং ওয়ার্ড থেকে মিজানুর রহমান মোল্লা, বিকাশ মজুমদার, আলী আজ্জম মোল্লা , মোঃ আবুল কালাম মোল্লা, ১০নং ওয়ার্ড থেকে তুষার চৌধুরী রাসেল, মোঃ শাহজাহান , ১১নং ওয়ার্ড থেকে মোঃ আবু ইউসুফ, মোঃ হেদায়েত উল্লাহ, নাজির হোসেন পাটোয়ারী, মোঃ কামাল হোসেন, ওহাব আলী, আবুল কাশেম, জহিরুল হক এবং ১২নং ওয়ার্ড থেকে আবুল হোসেন, মোঃ মহসিন ও মোঃ সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান স্বপন, মোঃ কামরুল ইসলাম।
তফসিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়ন যাছাই-বাছাই, ২৯ জানুয়ারী প্রত্যাহারের শেষ দিন, ৩০ জানুয়ারী প্রতীক বরাদ্দ এবং আগামী ১৫ ফেব্রুয়ারী সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।