স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের এতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে শিক্ষার মান-উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৯সেপ্টেম্বর) শনিবার সাড়ে সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
মতবিনিময় সভায় প্রধান অতিথি জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যারা নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ন হবে তাদেরকে ফরম পূরন করার সুযোগ দেওয়া হবে। যারা নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ন হতে পারবে না, সে সকল শিক্ষার্থীদের ফরম পূরনের সুযোগ দেওয়া হবে না। শিক্ষার প্রতি সকলকে মনোযোগী হতে হবে। নিয়মিত ক্লাস করলে কেউ ফেল করবে না।
তিনি আরও বলেন, আমাদের প্রাতিষ্ঠানিক উন্নয়ন হচ্ছে। তাই ফলাফলেরও উন্নয়ন প্রয়োজন। ভালো ফলাফল অর্জন করার জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে। সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের সন্তানদের লেখা-পড়ার প্রতি খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের মোবাইল , ফেসবুক ব্যবহার করতে বারন করবেন। তারা যেন মোবাইলের অপব্যবহারের না করে সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারের নির্দেশ মতে আমরা ফেল করা কাউকে পাবলিক পরীক্ষায় অংশগ্রহনের অনুমতি দিবো না। এ ব্যাপারে আপনারা সচেতন হতে হবে ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনিকে আমাদের কলেজ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি আমাদের এলাকায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন করেছেন। বিশেষ করে আমাদের কলেজে একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোয়া লাগিয়েছেন। তাই চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনি মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির তালুকদার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: আবুল কালাম আজাদ, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি ও ভূগোল বিভাগের সহকারি অধ্যাপক গোলাম সারওয়ার, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: হানিফ মিয়া, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: জিয়াউর রহমান।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির অভিভাবক সদস্য মো: জাকির গাজী, অভিভাবক মো: বারেক খান, অভিভাবক মো: রাজু তপদার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মিসেস সাহেরা আক্তার, কৃষিবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক শামীমা আক্তার, সমাজকর্ম বিভাগের প্রভাষক মুহাম্মদ নুরুল বাতেন, অর্থনীতি বিভাগের প্রভাষক ফারজানা আক্তার, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: হাবিবুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: মানিক মিয়া, রসায়ন বিভাগের প্রভাষক মো: মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সী, সহকারি গ্রস্থাগারিক নাছরীন আক্তার, সহকারি শিক্ষক হালিমা আক্তার, জবি বিজ্ঞান প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, অভিভাবক মো: জহিরুল ইসলাম পাটওয়ারী, অভিভাবক মো: মুকবুল মিজি, অভিভাবক মো: নজরুল ইসলাম মিজি, অভিভাবক মো: চান মিয়া, অভিভাবক আনোয়ারা বেগম, অভিভাবক মাকসুদা বেগম, অভিভাবক হাওয়া বেগম, অভিভাবক শাহানা বেগম, অভিভাবক শিউলি বেগম, অভিভাবক মাজুদা বেগম, অভিভাবক আমেনা বেগম, অভিভাবক মনোয়ারা নুরুন্নাহার বেগমসহ অন্যান্য অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মত নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি সমাপনী বক্তব্যের মাধ্যমে অভিভাবক সাথে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।