চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা,শিক্ষা উপকরন বিতরণ ও মিলাদ মাহফিল আজ বুধবার (২৮ জানুয়ারী ২০১৫) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদী । উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ ,জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ,উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন তালুকদার । স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন,সিনিয়র সহকারী শিক্ষিকা ফাহিমা জাহান,সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষক মামুনুর রশিদ, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি মোঃ জাকির হোসেন গাজী,বর্তমান সাধারণ সম্পাদক আলাউদ্দিন খোকন,৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল আজিজ মিজি,বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী,ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ সফিক কারী,অভিভাবক মোঃ দিদার হোসেন মিজি, ম্যানেজিং কমিটির মহিলা অভিভাবক সদস্য আয়শা বেগম,পরীক্ষার্থী মির্জা হাফিজ,রিয়াজ বেপারী,খাদিজা আক্তার প্রমুখ । অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন তুলে দেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী । অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন তার বক্তব্যে বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল অর্জনে ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।এরই মধ্যে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন হচ্ছে । আশা করি আগামীতে ফলাফলসহ সার্বিক উন্নয়ন আরো উন্নীতর দিকে এগিয়ে যাবে । সবশেষে মিলাদ পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ ।

