স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নুরুন নাহার আক্তার বকুল এবারো চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারো জাতীয় শিক্ষা পদক ২০১৪ উপলক্ষে আয়োজিত বাছাই প্রতিযোগিতার মাধ্যমেই তিনি উপজেলা পর্যায়ে ও জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেন। ইতিপূর্বে তিনি ২০১১-২০১৪ পর্যন্ত পর পর তিনবার জেলা পর্যায়ে এবং ২০১৩ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এবারও তিনি বিভাগীয় প্রতিযোগিতায় দ্বিতীয় বারের মতো বিজয়ী হওয়ার পর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। শ্রেষ্ঠত্ব অর্জনের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, এ স্বীকৃতি আমার দীর্ঘ জীবনের পরিশ্রম ও আন্তরিকতার ফসল। এছাড়া তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে যেনো চাঁদপুর জেলা তথা মতলব দক্ষিণের প্রাইমারী শিক্ষা ক্ষেত্রে যথোপযুক্ত ভূমিকা রাখতে পারেন সে জন্যে সকলের কাছে সেই দোয়া ও শুভ কামনা চেয়েছেন। তিনি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এ অর্জনের পেছনে তার শিক্ষা প্রশাসনিক কর্মকর্তাবৃন্দসহ পরিবার পরিজন, এসএমসি সদস্য, সহকর্মী ও বিভিন্নভাবে তাকে যারা সহযোগিতা করেছেন প্রত্যেেেকর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক দোয়া কামনা করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র সন্তানের জননী এবং তার স্বামী মতলবের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওয়ালী উল্যাহ ঢালী।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।