চাঁদপুর:
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কাজেই তাদের আদর্শ ও সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষক-অভিভাবক তথা সমাজের সচেতন সকলকে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এই কোমলমতি শিশুরাই একদিন সুনাগরিক হয়ে দেশ পরিচালনা করবে। সুতরাং তাদেরকে দেশপ্রেম শেখাতে হবে। বুধবার সকাল ১০টায় চাঁদপুর ক্লাব মাঠে উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপতিত্বে ও সদস্য গোলাম কিবরিয়া জীবনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, সদস্য সুভাষ চন্দ্র রায়, ডাঃ একিউ রুহুল আমিন, খন্দকার মজিবুর রহমান, মোস্তফা মালসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
উদ্বোধনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আলভী ও গীতা থেকে পাঠ করেন অর্ণব। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় ৫৫ ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছাড়াও নারী অভিভাবকদের মধ্যে বালিশ খেলা অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী। এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ অমিয় রায় ঝন্টু ও হুমায়ুন কবির।