সিনিয়র করেসপন্ডেন্ট: শুক্রবার চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অন্তভুক্ত ঐতিহ্যবাহি ভাই ভাই স্পোটিং ক্লাবের রুবী জয়ন্তী উৎসব।
শুক্রবার ভাই ভাই স্পোটিং ক্লাবের রুবী জয়ন্তী উৎসব
ক্লাবের ৪০ বছর পূতি উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ক্লাব ভবন সহ মধুসূদন স্কুলের এড়িয়ায় আলোকসজ্বা করা হয়েছে।
রুবী জয়ন্তী উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কমসূচী গ্রহন করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯ টায় আনন্দ শোভাযাত্রা, জাতীয় ও ক্লাব পতাকা উত্তোলন, দুপুরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, বিকেলে ক্রীড়াবিদদের সংবধনা, সন্ধায় বিভিন্ন ক্রীড়া ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন।
ক্লাব সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ভাচুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
রাতে রাফেল ড্র শেষে ঢাকার শিল্পীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
ক্লাবের রুবী জয়ন্তী অনুষ্ঠানে সকল ক্লাব কমকতা ও অতিথিদেরকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ক্লাব সভাপতি ও লক্ষীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান, সাধারন সমম্পাদক ও ক্লাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান খান বাদল ও মহাসচিব জাকারিয়া ভুইয়া বতু।
চাঁদপুরনিউজ/এমএমএ/