আতাউর রহমান সোহাগ
। বাংলা বিভাগের সদ্যবিদায়ী বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ গোলাম মোস্তফা স্যারের সরকারি চাকুরীতে শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। শেষ কর্মদিবসে ব্যপক ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি। ওই দিন কলেজের শিক্ষক ও বিভাগের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বিদায় জানান। স্যারের সরকারি চাকুরী জীবনের শেষ কর্মদিবসে বাংলা বিভাগের আঙ্গিনা ছিল অশ্রুসিক্ত। দুঃখ ভরাক্রান্ত। শ্রেনীকক্ষে পাঠদানে কঠিন মানুষটি পড়ন্ত বিকেল বেলায় বাংলা বিভাগ ছেড়ে যাওয়ার সময় সহকর্মীদের জড়িয়ে ধরে কেঁদেছেন-কাঁদিয়েছেন। এসময় উপস্থিত শিক্ষার্থীরাও তাদের চোখের পানি ধরে রাখতে পারেনি। তারাও কেঁদেছেন। প্রফেসর গোলাম মোস্তফা স্যার বাংলা বিভাগে আসলেন, দেখলেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেন এবং সকলকে জয় করে গেলেন। স্বার্থক প্রফেসর গোলাম মোস্তফা স্যারের কর্মজীবন।
সকাল ১১ টার দিকে শুরু হয় স্যারের শেষ কর্মদিবসের আনুষ্ঠানিকতার পালা। বাংলা বিভাগে ওই দিন শুধু মাত্র ২য় বর্ষের ক্লাস ছিল। কিন্তু স্যারের শেষ কর্ম দিবস উপলক্ষ্যে অনার্স ও মাষ্টার্স এর সকল বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ারমত। অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আতাউর রহমান সোহাগের পরিচালনায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। একে একে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসেন। শিক্ষার্থীদের বক্তব্যে ভারী হয়ে ওঠে অনুষ্ঠানের পরিবেশ। শিক্ষকরাও শুভেচ্ছা বক্তব্য রাখেন। সবাই প্রতিশ্রুতি ব্যক্ত করেন আগামীতে বাংলা বিভাগের সকল শিক্ষকও শিক্ষার্থীদের পক্ষ থেকে স্যারকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবধনা দেওয়া হবে।
বক্তব্য শেষে শুরু হয় স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর্ব। কলেজের শিক্ষকদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের প্রফেসর গোলাম মোস্তফা স্যারকে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলা বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে বিভাগীয় শিক্ষকরা স্যারক ফুলেল শুভেচ্ছা জানান। এর পর বিভাগের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ক্রমান্বয়ে অনার্স চতুর্থ, ৩য়, ২য়, ১ম বর্ষের শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান। প্রফেসর গোলাম মোস্তফা স্যারের শেষ কর্মদিবস উপলক্ষ্যে বাংলা বিভাগের দেয়ালিকা সঞ্চার প্রকাশ করা হয়। সঞ্চার প্রকাশে সহযোগীতায় ছিল বাংলা বিভাগের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন আবর্তন। আর্বতনের সকল সদস্যরা ও স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একটি স্ক্যাচ উপহার তুলে দেন তার হাতে। দেয়ালিকা সঞ্চারের মোড়ক উন্মচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসার মিহির লাল সাহা। দুপুরে স্যারের সম্মানে আয়োজন করা হয় প্রীতি ভোজের।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের উপাধক্ষ্য ড. এস. এম দেলোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর ওয়াহিদুজ্জামান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর আজিম উদ্দিন, ইংরেজী বিভাগের অধ্যাপক গোলাম মোস্তফা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খায়রুল আলম রতন, প্রভাষক সোনিয়া হুসাইন, জসিম উদ্দিন চৌধুরী, শেখ আমেনা, কলেজের লাইব্রেরীয়ান তৃপ্তি সাহা। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য ও ফুলেল শুভেচ্ছা জানান, কে এম নজরুল ইসলাম, আতাউর রহমান সোহাগ, ফারাজানা ইয়াছমিন রুবি, হিরা, সাবরিনা, মোস্তাফিজ, সালাম, সুমন, রাবেয়া, ফরিদ হাসান, হেলাল, বিজয়া, নাবিদ, নাঈমা, মাঈনুল, পলি প্রমুখ।
প্রফেসার গোলাম মোস্তফা স্যার ১৯৮২ সালের ১ মে কুমিল্লার বরুড়া কলেজে তার কর্মজীবন শুরু করেন। গত ২৮ জুন ২০১৪ পর্যন্ত ৩২ বছর ১মাস ৭দিন সফলভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগে তিনি সরকারি চাকরী জীবনের সমাপ্তি টানেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।