শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা ॥
শাহরাস্তিতে যৌতুক, বাল্য বিবাহ, এইডস, মাদক, দুর্নীতি ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণায় সাইকেলে ক্রীড়া প্রদর্শন করেন দেশের অন্যতম শারীরিক প্রতিবন্ধী সাইকেল ক্রীড়াবিদ মোঃ তাজুল ইসলাম। সোমবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে তিনি এ ক্রীড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। এতে বিশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালামের উপস্থাপনায় এ ক্রীড়াবিদ প্রায় ২০টি ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে শত শত দর্শককে আনন্দ দেন। তিনি খেলার ফাঁকে ফাঁকে যৌতুক, বাল্য বিবাহ, এইডস, মাদক, দুর্নীতি ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন।