চারটি ধারা অজামিনযোগ্য রেখে সাইবার নিরাপত্তা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে দুটি ধারা জামিনযোগ্য করা ছাড়া এর খসড়ায় উল্লেখযোগ্য তেমন পরিবর্তন আসেনি। গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন কালের কণ্ঠকে বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় অজামিনযোগ্য ধারা ছিল ছয়টি। গতকাল মন্ত্রিসভার বৈঠকে ২১ ও ৩০ নম্বর ধারা দুটিও জামিনযোগ্য করা হয়েছে। এখন অজামিনযোগ্য ধারা আছে চারটি। এই চারটি ধারা কারিগরি হওয়ায় জামিনযোগ্য করা সম্ভব হয়নি।
খসড়া আইনের বিষয়বস্তুতে মৌলিক কোনো পরিবর্তন আনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধারা দুটির পরিবর্তন ছাড়া বিশেষ কোনো পরিবর্তন হয়নি। কেউ মিথ্যা মামলা করলে তার জন্য কোনো শাস্তির বিধান রাখা হয়েছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘এসংক্রান্ত কোনো বিধান রাখা হয়নি।’
সরকার বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন সাইবার নিরাপত্তা আইন করছে। গত ৭ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।