ফাহিম শাহরিন কৌশিক
চাঁদপুর সদর উপজেলার দেবপুরের চর বাকালি গ্রামের প্রতারক মমিন বেপারী (৬০) বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাৎ করার মামলায় আটক হয়ে কুমিল্লা হাসপাতালে ভর্তি হয়েছে। থেকে অসুস্থতার ভান করে আটকের পর গত বুধবার থেকে অদ্য পর্যন্ত প্রথমে চাঁদপুর পরে কুমিল্লা হাসপাতালে ভর্তি রয়েছে। জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় মডেল থানার এএসআই নোমান দেবপুর বাজার থেকে মমিন বেপারীকে আটক করে নিয়ে আসে। তাকে পুলিশ আদালতে প্রেরণ করার সময় সে অসুস্থ্যতার ভান ধরে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি হয়। পুলিশ পাহারায় ২ দিন হাসপাতালে রাখার পর তাকে আদালতে প্রেরণ করে। সেখানে গিয়ে সে আবারো অসুস্থ্যতার ভান ধরে পরে থাকে। আদালতের পুলিশ তাকে সদর হাসপাতালে এনে পরে কুমিল্লা হাসপাতালে পাঠিয়ে দেয়। সে বর্তমানে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি রয়েছে। উল্লেখ্য, মমিন বেপারী ও তার ছেলে শাহলম বেপারী মৈশাদীর ৫ জনকে পাপুয়া নিউগিনি ও ২ জনকে ওমরা হজে পাঠানোর নামে ঐ ইউনিয়নের কেরামত দিদারের ছেলে বিল্লাল হোসেন দিদারের কাছ থেকে ১৪ লাখ ৪৬ হাজার টাকা প্রতারণা করে নেয়। পরে বিল্লাল তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।