স্টাফ রিপোর্টার ॥ দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার আয়োজনে সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. সফিউল্যাহ, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন এর পিতা আলহাজ্ব লোকমান মিয়া, দৈনিক চাঁদপুর সংবাদক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আঃ রহমানের পিতা, সাংবাদিক আব্দুল আউয়াল এর পিতা মরহুম আঃ মান্নান প্রধানিয়া, এডভোকেট আব্দুল্লাহ আল মামুনের পিতা এডভোকেট মরহুম ইয়াছিন ও নানুপুর নিবাসী রুহুল আমিন খানের মাতার রুহের মাগফেরাত কামনা করে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বাদ আছর চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন টাওয়ারের নীচ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং দোয়া পরিচালনা করেন বাগাদী দরাবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা এ কে এম নেয়ামত উল্যাহ খান। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক ও মাইটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, দৈনিক চাঁদপুর সংবাদের প্রধান সম্পাদক জিয়াউর রহমান বেলাল, বাগাদী দরবার শরীফের পীরজাদা ও বাগাদী আহমাদিয়া ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মাহফুজ উল্যাহ খান, ইসলামপুর গাছতলা মাদ্রাসাতু ইশায়াতিল উলুম এর আরবী প্রভাষক ও নানুপুর জামে মসজিদের খতিব মাওলানা মো. মোস্তাফিজুর রহমান, চৌরাস্তা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু বকর, সমাজ সেবক ও বাংলাদেশ পুলিশের সাবেক ওসি সেকান্দর আলী মিয়াজী, সমাজ সেবক, পুরাণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খাজাবাবা ফ্লাওয়ার মিল, বাবা অটো রাইস মিলের সত্ত্বাধিকারী ও পুলিশের সাবেক অফিসার ইনচার্জ রাশেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরজমিন পত্রিকার সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, মফস্বল সম্পাদক এম.এম. কামাল, বিশেষ প্রতিনিধি মনির হোসেন সজীব, স্টাফ রিপোর্টার বাবু আলম, পারভেজ রহমান, গাজী মো. ইমাম হাসান, ফরিদগঞ্জ প্রতিনিধি মাসুম আলম তালুকদার, রায়পুর প্রতিনিধি মিজানুর রহমান মঞ্জু, দৈনিক চাঁদপুর সংবাদের স্টাফ রিপোর্টার মাওলানা মো. সাইফুল্লাহ, গিয়াস উদ্দিন রানা, মানিক পাটওয়ারী, জাবেদ হোসেন। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড নানুপুর পাম্প হাউজের অপারেটর মোঃ আব্দুল হাই, ব্যবসায়ী ইসমাইল হোসেন ঢালী, রহিম কবিরাজ, সৈয়দ কবিরাজসহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লীগণ। দোয়া অনুষ্ঠানে উল্লেখিত ব্যাক্তিসহ সকল মুসলমান নর-নারীর জন্য দোয়া করা হয়।
শিরোনাম:
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।