
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও ডব্লিউ রহমান জুট মিলের সাবেক ফুটবল খেলোয়াড় দিলীপ হরিজন পরলোক গমন করেছেন। তিনি খেলোয়াড়ি পরবর্তী জীবনে ওই জুট মিলেই চাকুরি করেছেন।
দিলীপ বৃহস্পতিবার রাত ৯ টায় শ্বেসনিশ্বাস ত্যাগ করেন। তার খবর শুনে শুক্রবার তার সাথের একসময়ের ফুটবল খেলোয়াড়রা ছুটে যান তার বাসায়। পরে সাবেক ফুটবলারদের পক্ষ থেকে তার মরহুদেহে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি ও সাবেক ফুটবলার মনোয়ার চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও তার সাথের সাবেক ফুটবলার গোলাম মোস্তফা বাবু, আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর গাজী ও ইউসুফ বকাউল।
শোক
সাবেক ফুটবলার দিলীপ হরিজনের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক শাহির পাটওয়ারী সহ জেলা ক্রীড়া সংস্থার অনান্য কমকর্তাবৃন্দ।
অপরদিকে সাবেক এ ফুটবলারের মৃত্যুতে আরো শোক জানিয়েছেন সাবেক জাতীয় দলের ফুটবলার বতমানে যুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তফা মুকুল, সাবেক জাতীয় ফুটবলার আমেরিকা প্রবাসী আবুল হোসেন সহ চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সদস্যরা।
সংবাদদাতা/ চাঁদপুরনিউজ/এমএমএ/