শওকত আলী ॥
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ. ন. ম এহসানুল হক মিলন সরকারে থাকাকালীন তার বেসরকারি পিএস মোঃ মাহবুব আলম (৩৫) ও কচুয়া বিএনপি সদস্য মনির হোসেন (২৭) কে চাঁদপুর জজ আদালতের ভিতরের নিচতলার দক্ষিণ পাশে অবস্থানরত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে চাঁদপুর আদালতের ভিতরে। কচুয়া থানার এসআই (পিএসআই) মেসকে আলম তাদেরকে সঙ্গীয় ফোর্সসহ আটক করে চাঁদপুর মডেল থানার হাজতে প্রেরন করে। পুলিশ সুত্রে ও আটকৃতদের সাথে আলাপকালে জানা যায়, কচুয়া উপজেলার তেতুয়া গ্রামে ২০০৬ সালে একটি সংঘর্ষের ঘটনায় গুলিতে আঃ মান্নান নামে এক ব্যক্তি নিহত হয়। যার মামলা নং জিআর-৪/এসসি ২১২/২০১৫। কচুয়া বিএনপিার সাধারণ সম্পাদক মাহবুব আলম ও বিএনপির এসদস্য মনির হোসেন ওই মামলায় আসামী আসামীর তালিকায় থেকে চাঁদপুরে অতিরিক্ত জজ কোর্টে জামিন প্রাপ্ত হিসেবে হাজিরা দিতে আসে।
গতকাল বুধবার ওই মামলার ততদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার এসআই নাছির উদ্দিন আদালতের বাহিরে অবস্থান করে, পিএসআই মেচকে আলম ও কয়েক জন পুলিশ ভিতরে পাঠায়। এসময় জজ কোর্টে নিচতলায় দক্ষিণ পাশে মাহবুব ও মনির হোসেন অবস্থান করার সময় পুলিশ তাদেরকে আটক করে একটি মাইক্রোতে উঠায়। এর কিছুক্ষন পর একটি সিএনজি স্কটুার যোগে চাঁদপুর মডেল থানা হেফাজতে নিয়ে আসে।
এব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম খলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আটককৃত ২ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এছাড়া জগৎপুরে একটি মামলায় তাদের আসামি দেখিয়ে গ্রেফতার করা হয়েছে। মামলা নং ৫ তারিখ ০৫/০৫/২০১৫। তাদেরকে আটক করার সময় এসআই নাছির উদ্দিন আদালত প্রাঙ্গনে ছিল। এসময় পিএসআই মেছকে আলক সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে আটক করে। তবে আদালতের ভিতর গ্রেফতার করা হয়েছে কিনা তা আমি অবগত নই। আদালতের ভিতরে গ্রেফতার করা বেআইন।