চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুরের আদালতে ১১টি মামলায় হাজিরা দিয়েছে বিএনপি জোট সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ রোববার সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দীলিপ কুমার ভৌমিক, অতিরিক্ত দায়রা জজ মাহবুবুর রহমান ও ম্যাজিষ্ট্রেট শওকত হোসেনের আদালতে মিলন হাজিরা দেন।
এসব মামলা গুলোর এজহারে প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে মিলন ও তার দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে স্বর্ণের চেইন, আংটি, নগদ টাকা, মোবাইল, সিকোফাইভ, ঘড়ি ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়।
চাঁদপুর আদালত ও কচুয়া থানায় মোট ৩৬ টি মামলায় মিলন কে আসামী করা হয়েছে। এসব মামলায় মিলন ২০১০ সালের ১৪ মার্চ গ্রেফতার হওয়ার পর ৪৪৯ দিন কারাবাস শেষে কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।
আদালতে মিলন আইনজীবী ছিলেন এড. কামরুল ইসলাম, জহির উদ্দিন বাবারসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।