মিজান লিটন
শীত শুরু হতে না হতে কুয়াশার চাদরে ঢেকে গেছে চাঁদপুরসহ দেশের বিভিন্ন এলাকা। এমন আবহাওয়া থাকবে আরো কয়েক সপ্তাহ। আবহাওয়াবিদরা বলছেন, ডিসেম্বর মাসের অর্ধেকটা জুড়েই থাকবে হাড়কাপানো শীতের প্রকোপ। একাধিক শৈত্যপ্রবাহের সাথে কনকনে ঠাণ্ডা নামবে দেশজুড়ে।
উত্তর দিক থেকে হিম হিম ঠান্ডা বাতাশ বইতে শুরু করেছে সারাদেশে। পৌষ আসতে এখনো বাকী তবুও কুয়াশায় ঢাকা প্রকৃতি জানান দেয় শীত এসে গেছে। আবহাওয়াবিদরা বলছেন, শীতের শুরুতে কুয়াশা আর আংশিক মেঘলা আকাশ আস্বাভাবিক কিছু নয়। এ সময় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যও কিছুটা বেড়ে যায়। সকালের শুরুতে তাপমাত্রা কোথাও কোথাও ১০ ডিগ্রি পর্যন্ত নীচে নেমে যায়।
আবহাওয়া অফিসের পুর্বাভাস বলছে, তাপমাত্রা ওঠা-নামার এমন বৈচিত্র থাকবে আরো কয়েক সপ্তাহ এরপর ডিসেম্বরের মাঝামাঝি এবং শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহ বয়ে যাবে দেশের ওপর দিয়ে। হাড় কাপানো শীতের শুরুটা হবে তারপর থেকেই চলবে ফেব্রুয়ারী পর্যন্ত।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস এবং ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রী সেলসিয়াস। দেশের পঁয়ত্রিশটি আবহাওয়া অফিস থেকে চব্বিশঘন্টা আবহাওয়ার সর্বশেষ তথ্য সংগ্রহ করে এতথ্য দিয়েছে আবহাওয়া অধিদ্প্তর।