স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে নবম বাংলাদেশ গেমসে অংশ নিয়েছে চাঁদপুর জেলা কাবাডি দল। মৌলভীবাজার স্টেডিয়ামে শনিবার বিকেলে সুনামগঞ্জের সাথে অংশ নেয় চাঁদপুর দল।
কাবাডি খেলায় দু’দলই নিজ নিজ জেলার স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে মাঠে নামেন। খেলায় সুনামগঞ্জ দলের সাথে চাঁদপুর ৪০-৩৬ পয়েন্টে জয়লাভ করে। আর এই জয়ের ফলে চাঁদপুর একই ভেন্যুতে আজ দুপুরে খেলবে হবিগঞ্জের সাথে। চাঁদপুর জেলা দলের কোচ শাহাজাহান তালুকদার সাহা এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলো: নাছির বেপারী, লোকনাথ, লিকন, রাজন, নাইম, খোকা, রিয়াদ ভূইয়া ও জাহিদুল ইসলাম।
চাঁদপুরনিউজ/এমএমএ/