– কবি সাকিব জামাল
সেদিনও ভোর হবার কথা ছিলো এই বাংলার আকাশে আবহমান নিয়ম মত
কিন্তু , কালো অন্ধকারের নেশাগ্রস্থ – ‘লাল-সবুজ’ বিদ্বেষী ‘পাক’ অনুগত
হঠাৎ কিছু হায়েনার রক্ত পিপাসা জাগে – বাতাসে ভাসাতে রক্তের গন্ধ
থমকে দিতে বাংলাদেশ । দীর্ঘায়িত করতে রাত । কন্ঠ করতে স্তব্দ ।
স্টেনগান হাতে উদ্ভ্রান্ত হায়েনার দল এসে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক
স্বপরিবারে জাতির জনককে করে খুন – জাতির কপালে ছাঁপে কলঙ্ক তিলক ।
খুন করে বাংলাদেশকে । বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে করে ধুলিস্যাত –
ভোর হলোনা আর সেদিন- কালো আধারে ঢাকে ফের বাঙলীর ভবিষ্যত ।
সময় বয়ে যায় – কুলাঙ্গাররা মাতে রাজপথে, বসে মসনদে বাংলার
কলঙ্কের বোঝা কাধে জাতি হারায় পথ, হোচট খায় সে ক্লান্তে বারবার ।
আমনিশার দু:সময় কবে কাটবে ফের, হবে কবে বাংলায় আবার ভোর
মুছে যাবে কলঙ্কের দাগ –খুলবে কবে কুলাঙ্গারদের বিচার করার দ্বোর ?
কলঙ্ক মুক্ত বাঙালীর হাসি দেখে জাতি- খুনিদের ফাঁসি কার্যকরে অবশেষে
৩৪ বছর পর মেলে ফের আলোর রেখা সোনার বাংলার পুব আকাশে ।