স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জের কৃতী সন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ মোতাহার হোসেন পাটওয়ারী ঢাকা সিটি কর্পোরেশনে ২০১৩-২০১৪ কর বর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জনের একজন মনোনীত হয়ে রাষ্ট্রীয় সম্মাননা সনদ, ক্রেস্ট এবং সিআইপি টেক্স কার্ড লাভ করেছেন। এ সম্মাননা তিনি গতকাল ১৫ সেপ্টেম্বর ঢাকা সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ‘জাতীয় আয়কর দিবস-২০১৪’ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপির নিকট থেকে গ্রহণ করেন। এর আগে মোতাহার হোসেন ২০১২-২০১৩ কর বর্ষে সর্বোচ্চ আয়কর দাতার সম্মাননাসহ টেক্স কার্ড পেয়েছিলেন। তিনি আম্বিয়া-ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ডাইটেক্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। মোতাহার হোসেন পাটওয়ারী ভারতীয় কোম্পানী বিড়লা টায়ারের বাংলাদেশস্থ একমাত্র পরিবেশক, উইনি ইলেক্ট্রো ট্রেড লিঃ-এর ম্যানেজিং ডিরেক্টর এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ-এর ভাইস চেয়ারম্যান। দেশের প্রতিষ্ঠিত শিল্পপতি হিসেবে সফলতার স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয়ভাবে এ পুরস্কার অর্জন করায় ফরিদগঞ্জ তথা চাঁদপুরবাসী গর্বিত।
শিরোনাম:
শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।