শাহরিয়ার খাঁন কৌশিক ॥ পুরাণবাজার মধ্য শ্রীরামদী মধুসূদন স্কুল মাঠ সংলগ্ন এলাকায় স্বামী স্ত্রী ঘুরতে যাওয়ার পথে এলাকার বখাটে যুবকেরা ইভটিজিং করলে এর প্রতিবাদ করায় স্বামীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। গুরুত্বর মুমুর্ষ অস্থায় স্বামী আল-আমিন গাজী (২২) কে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্য শ্রীরামদী মধুসূদন স্কুল মাঠ সংলগ্ন টাওয়ারের মেম্বার বাড়ির সামনে। ঘটনার বিবরণে জানা যায়, মধ্য শ্রীরামদীর সেলিম গাজীর ছেলে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে মুরগী ব্যবাসায়ী আমিন গাজী বৈশাখ উপলক্ষে তার স্ত্রী ঝর্না বেগমকে সাথে নিয়ে তার নিজের বাড়ি চাঁদপুর পুরাণবাজার আসে। স্ত্রীকে নিয়ে অটোরিক্সা যোগে ঘুরতে যাওয়ার পথে মধ্য শ্রীরামদীর কালু গাজীর ছেলে ফারুক, খালেক খানের ছেলে ছলেমান ও জামাল শেখের ছেলে মামুন শেখসহ কয়েক জন মিলে ইভটিজিং করে। এসময় স্বামী আমিন গাজী অটো রিক্সা থেকে নেমে এর প্রতিবাদ করলে উল্লেখিত সন্ত্রাসীরা তার মাথা কুপিয়ে জখম করে। এসময় তার বড় ভাই রুহুল আমিন খবর পেয়ে বাচাতে আসলে তাকেও মারধর করে নগদ ১২ হাজার ও ১ভরি ওজনে দুটি স্বর্ণের চেইন ইভটিজাররা ছিনিয়ে নেয় । খরব পেয়ে পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনা ধামাচাপা দেয়ার জন্য এলাকার একটি দালালচক্র স্থানীয়ভাবে সমস্যার সমাধান করবে বলে ক্ষতিগ্রস্থদের মামলা না করার জন্য হুমকি দেয় বলে জানা যায়।