চাঁদপুরে ঘোষ পাড়ার স্বরসতী পূজায় বহিরাগতরে নাচতে না দেওয়ায় পূজামন্ডপে সন্ত্রাসী হামলা করে ভাংচুর চালায়। গত রাত সাড়ে ১২টায় ঘোষপাড়ার সবুজ সাথী পূজারী সংঘ পূজামন্ডপে গুয়াখোলা থেকে উশৃঙ্খল যুবকরা এসে এ ঘটনা ঘটায়।
জানাযায়, ঘোষ পাড়ায় প্রতি বছরের ন্যায় পূজামন্ডপে কিশোর-কিশোরিরা গানের তালে নৃত্য পরিবেশন করে। খবর পেয়ে গুয়াখোলা এলাকা থেকে ১০-১২ জন যুবক সবুজ সাথী পূজারী সংঘ পূজামন্ডপে এসে স্থানীয় কিশোর-কিশোরিদের নাচতে বাধা দেয়। তারা নিজেরা নাচবে বলে জানায়। এসময় পূজামন্ডপের কমিটির লোকজন তাদেরকে বাধা প্রদান করলে উশৃঙ্খল যুবকরা সন্ত্রাসী হামলা চালিয়ে কালি মন্দির লাথি মেরে গেইট ভাংচুর চালায়। সন্ত্রাসীরা পূজামন্ডপের লাইট ভেঙ্গে ফেলে। এতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনা তাৎক্ষনিক পৌর কাউন্সিলর হোসেন গাজীকে জানালে তিনি উপযুক্ত বিচার করে ব্যবস্থা গ্রহন করবে বলে জানায়। স্থানীয়রা জানায়, সংখ্যালঘূদের যেকোন পূজা উদযাপন উৎসবে প্রতি বছরের ন্যায় এ বছরও বিভিন্ন ধর্মের বহিরাগত যুবকরা এসে জোট ঝামেলায় লিপ্ত হয়। ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চালাকালে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ নিয়োজিত থাকার কারণে এ বছর পূজামন্ডপে পুলিশ সল্পতার কারণে বহিরাগত সন্ত্রাসী যুবকরা এসে হামলা ও ভাংচুর চালায়।