প্রতিনিধি
শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে গিয়ে নিজেই আটক হলেন পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার ক্লাব রোডে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় চাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ দল মাদক বিরোধী অভিযান চালায় ওই এলাকায়। পুলিশের হাতে স্বামী আনোয়ার হোসেন (৩০) আটক হলেও গাঁজা বিক্রেতা স্ত্রী শিল্পী পালিয়ে যায়। অভিযানকারী পুলিশ এ সময় গাঁজা বিক্রেতা শিল্পীর ঘর তল্লাশি করে ড্রয়ার বোঝাই প্রায় ১৭ হাজার টাকা ও ১ কেজি গাঁজা উদ্ধার করে।
অভিযানকারী পুলিশ কর্মকর্তা এএসআই আহসানুজ্জামান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ক্লাব রোড এলাকায় শিল্পী মাদক বিক্রি করে আসছে। গতকাল রাতে লোক দিয়ে তার ঘর থেকে গাঁজার প্যাকেট ক্রয় করি। এরপর মডেল থানার বেশ ক’জন এসআই ও এএসআই মিলে শিল্পীর ঘরে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিল্পী মই বেয়ে ঘরের টিন ফাঁক করে পালিয়ে যায়। তার স্বামী আনোয়ার হোসেনও টিনের চাল থেকে নারিকেল গাছ দিয়ে নামার সময় আটক হয়। তার ঘরে তল্লাশি করে ড্রয়ারে থাকা গাঁজা বিক্রির ছড়ানো-ছিটানো টাকা উদ্ধার করা হয়।
আটক আনোয়ার হোসেন জানান,’আমার স্ত্রী শিল্পী বেগম দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছে। আমি বাধা দিলে তার সাথে ঝগড়া হতো। এমনকি আমাকে দিয়েও গাঁজা বিভিন্ন জায়গায় বিক্রি করতে পাঠাতো।’ গতকাল রাতে মাদক বিক্রেতা শিল্পীর বাড়িতে পুলিশের অভিযানের কথা শুনে এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
উল্লেখ্য, বড় স্টেশন এলাকায় মাদক বিরোধী সমাবেশ শেষে পুলিশ সুপারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ শিল্পীর ঘরে গিয়ে তালা লাগিয়ে দেন। এরপর কিছুদিন গাঁজা বিক্রি বন্ধ থাকলেও গত ক’ মাস ধরে সে মাদক বিক্রির ক্ষেত্রে ওই এলাকায় আধিপত্য বিস্তার করে। মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন চাঁদপুর মডেল থানার এসআই বিমল, এসআই ফিরোজ, এএসআই সেলিম, এএসআই আহসান ও এএসআই নন্দন সরকার।