চাঁদপুর: ভার্চুয়াল প্ল্যাটফর্মে চলতি মাসের চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মে) জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
সভায় চাঁদপুর জেলার সকল সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাগণ, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অন্যান্য পৌরসভার মেয়রগণ, উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীসহ অন্যান্য সদস্যগণ এসময় অনলাইনে সংযুক্ত ছিলেন।
সভায় চলমান অতিমারিতে স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে জেলার উন্নয়ন কার্য অব্যাহত রাখতে গুরুত্বারোপ করা হয়। আলোচনার বিভিন্ন পর্যায়ে সরকারি দফতর সমূহের মধ্যে সমন্বয় সাধনের জন্যে সভাপতি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/