প্রতিনিধি
চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট থেকে একজনের ব্যাগ থেকে মোবাইল চুরি করার সময় দোকানদাররা এক নারী চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গতকাল ১০ জুলাই বৃহস্পতিবার দুুপুরে চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শিউলি বেগম ঈদের কেনাকাটা করতে রেলওয়ে হকার্স মার্কেটে আসেন। তিনি মার্কেটের একটি দোকানে জামা-কাপড় কেনার সময় আমেনা বেগম (৩৫) নামে নারী চোর তার সাইড ব্যাগ থেকে একটি মোবাইল চুরি করে। তখন এক যুবক সেটি লক্ষ্য করে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। মুহূর্তেই শ’ শ’ মানুষ একত্রিত হয়ে ওই চোরকে ধরে কালীবাড়ি রেলওয়ে কোর্ট স্টেশনে নিয়ে এসে চাঁদপুর মডেল থানায় খবর দিলে থানার এসআই রাজীব কান্তি নাথ ও সঙ্গীয় ফোর্স এসে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।