পবিত্র হজ পালনে আগামীকাল সৌদি আরব যাচ্ছেন বিএনপির সাবেক সাংসদ রাশেদা বেগম হীরা, তিনি তার ফেসবুকে লিখেছেন,
বিসমিলাহির রাহমানির রাহিম
☛ আল্লাহার অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আগামীকাল সকাল ৬ (ছয়) পবিত্র হজ পালনের জন্য পবিত্র নগরী মক্কা ও মদীনার উদ্দেশে রওনা দিচ্ছি ।
☛ আমার হজ যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয় সেই দোয়া করার জন্য সবাইকে অনুরোধ করছি ।
☛ আমার সারা বিশ্ববাসী বিশেষ করে বাংলাদেশীদের জন্য দোয়া করবো । সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন । আমি যেন সুস্থ থেকে হজের সবগুলো নিয়ম পরিপূর্ণ ভাবে পালন করতে পারি ।
আল্লাহ হাফেজ
রাশেদা বেগম হিরা
সাবেক সংসদ সদস্য ।